সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আপনাদের প্রোফাইল আপডেট এবং এর কার্যকারিতা নিয়ে আসলাম। যা আপনাদের কাজের ক্ষেত্রে ৮০% ভূমিকা রাখে।............. আর দেরী নয় কাজ শুরু করুন।
১. Display Name: আপনার পূর্ণ
নাম দেখানোর জন্য প্রথম অপশনটি
সিলেক্ট করুন। অথবা
প্রথম নাম ও শেষ
নামের প্রথম অক্ষর শো
করার জন্য দ্বিতীয় অপশনটি
সিলেক্ট করুন। এবং
সেটা সঠিকভাবে পূরণ করুন।
২.Portrait: এ অপশনটি ব্যবহার
করে আপনি আপনার ফটো
আপলোড করতে পারেন।
এজন্য প্রথমে আপলোড বাটনে
ক্লিক করতে হবে।
আপলোড বাটনে ক্লিক করার
পর নতুন একটি বক্স
ওপেন হবে। এখানে থেকে চয়েস
ফাইল অপশনে ক্লিক করার
পর ফাইল আপলোড ডায়ালগ
বক্স আসবে। এখান
থেকে আপনি আপনার কাঙ্খিত
ফটোটি সিলেক্ট করে ওপেন বাটনে
ক্লিক করুন।
নোট: এখানে আপনি
আপনার নিজের ফটো আপলোড
করবেন।
৩. Title: এই
টাইটেল বক্সে আমরা এমন
একটি টাইটেল ব্যবহার করবো,
যেটি আমাদের কাজের সহিত
সামঞ্জস্য থাকে। উদাহরণ
স্বরুপ: আপনি যদি ওয়েব
ডেভেলপমেন্ট এর কাজ জানেন
তাহলে আপনার টাইটেল হতে
পারে ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি
যেই কাজে কাজে পারদর্শী
সেই কাজ অনুসারে টাইটেল
দিবেন।
৪. Overview: এই ফিল্ডটি আপনি আপনার অভিজ্ঞতা,
জীবনের লক্ষ্য, এই সাইটে কাজ করার পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো সংক্ষিপ্ত একটি বর্ণনা
তুলে ধরুন। কাজ পাওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা, একজন বায়ার
যখন আপনার প্রোফাইলটি দেখবে তখন সে আপনার অভিজ্ঞতা, অর্জন, উদ্দেশ্য এই ওভারভিউ ফিল্ড
এর মাধ্যমে বুঝতে পারেন।
Overview টিপসঃ
অন্য কারও ওভারভিউ কপি করবেন না। এটি অবশ্যই ইউনিক রাখবেন। আপনি আপনার ওভারভিউ কে এমনভাবে
উপস্থাপন করার চেষ্ট করুন যেন বায়ার আপনাকে তার কাজের জন্য উপযোগী মনে করেন। ওভারভিউ
লেখার সময় প্রতিটি লাইন ভালভাবে চেক করুন। ব্যাকরন এবং বানানগত ভুলগুলো এড়িয়ে চলুন।
৫. Hourly Rate:
Paid to You: এখানে আপনি ঘন্টায় কত ঢলারের বিনিময়ে কাজ করতে চান তা
উল্লেখ করুন। প্রাথমিক অবস্থায় ডাটা এন্ট্রি প্রোফেশনাল হিসেবে আমি এখানে ২ডলার দিছি।
আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনি এই পরিমান বাড়াতে পারেন।
Upwork Fee: আপনি ঘন্টায় কত
পরিমান লিখবেন তার উপর
১০% ফি এই ফিল্ডে
শো করবে। উল্লেখ্য
যে, এই ১০% ফি
ক্লায়েন্টের কাছ থেকে নেয়া
হবে।
Charged To Client; ঘন্টার ফিল্ডে আপনার
দেয়া মূল্যের সাথে ১০% এই
সাইট যোগ হয়ে যে
পরিমান ডলার হবে তা
এখানে শো করবে এবং
ক্লায়েন্টের নিকট এই মোট
পরিমান ফি প্রদর্শিত হবে।
৬. English Level: আপনি
আপনার ইংরেজী দক্ষতার উপর
ভিত্তি করে এই ফিল্ডটি
নির্বাচন করুন। ডান
দিকের ড্রপ-ডাউন মেন্যুতে
ক্লিক করলে অপশনগুলো প্রদর্শিত
হবে।
৭. Job Categories of interest: প্রোফাইলে আপনি আপনার যোগ্যতা
অনুযায়ী কাজের ক্যাটাগরি/বিভাগ
নির্বাচন করার জন্য এই
অপশনি ব্যবহার করতে পারেন।
এখানে থেকে আপনি আপনার
পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন। এখানে
সব্বোচ্চ ১০টি ক্যাটাগরি নির্বাচন
করতে পারবেন। আপনি
যদি চান তাহলে পরে
ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন।
৮. Profile Visibility: আপনি আপনার প্রোফাইল
প্রদর্শন এর লিমিটেশন এর
মাধ্যমে সেট করে দিতে
পারেন। এখানে
আপনি মোট তিনটি অপশন
পাবেন।
১. EveryOne: যে
কেউ আপনার প্রোফাইল প্রদর্শন
করতে পারবে
২. Upwork User Only: এখানে যারা সদস্য তার লগ থাকা অবস্থায় দেখতে পারবে
৩.Hidden: আপনি যাদের কাছে কাজ চাইবেন তাদের
ছাড়া আপনার প্রোফাইল কেউ দেখতে পারবে না।
09. পার্সোনাল
ইনফরমেশন:
Address:
এই ফিল্ডে আপনি আপনার
সঠিক ঠিকানা লিখুন।
প্রথম ঘরে জায়গা না
হলে দ্বিতীয় ঘরে লিখুন।
City: এই ফিল্ডে
আপনি আপনার শহরের নাম লিখুন।
Countryরিঃ এখান
থেকে বাংলাদেশ সিলেক্ট করুন।
Zip Code: এখানে আপনার পোষ্ট কোড লিখুন।
Phone Number:
আপনি আপনার সঠিক ফোন নাম্বার দিন।
10. Security Question:
সিকিউরিটি
প্রশ্ন: নিরাপত্তার কারনে এই অপশনটি
ব্যবহৃত হয়ে থাকে। ধরুন, কারন বশত আপনার একাউন্ট এর পাসওয়ার্ড কেউ জেনে যায় তবুও সে
আপনার কোন ক্ষতি করতে পারবে না। কারণ এখানে প্রতিবার লেনদেন করার সময় আপনার কাছে নিরাপত্তার
উত্তর জানতে চাইবে। এরপর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
আপনি কারও সাথে
নিরাপত্তার কোড শেয়ার করবেন না। প্লিজ।..............
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।