★প্রথমে আপনের ফোনের root directory তে যান।
★সেখানে data নামের ফোল্ডারে ডুকুন।
★সেখানে misc নামের একটা ফোল্ডার পাবেন, সেখানে যান।
★নিচের দিকে wpa_supplicant.conf নামের একটা file পারেন। এটা open করুন।
এখানে এখন পর্যন্ত আপনি যত wifi zone এ connect হয়েছেন, সকল এর নাম এবং পাসওয়ার্ড দেয়া থাকবে।
এটা আমি আমার প্রয়োজনে বের করেছিলাম।
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।