ওডেস্ক নিয়ে কোন প্রশ্ন আছে? কোন মন্তব্য? ওডেস্ক ভালো না খারাপ, এপ্লিকেশন হাইড হয়ে যায় ইত্যাদি প্রশ্ন?
তাহলে শুনুন ওডেস্কে আমরা কি করতাম,
১- কোন প্রশ্ন থাকলে প্রথমেই লাইভ চ্যাট করতাম।
২- কোন মন্তব্য থাকলে ব্লগ লিখতাম কিংবা টুইটারে মেনশন করতাম।
৩- কোন অভিযোগ থাকলে টিকেট অপেন করতাম।
মাত্র ৪-৫ বছরে ওডেস্কের হাজারখানেক পরিবর্তন হয়েছে। বাংলার মানুষের একাউন্ট এখন হাইড হয়ে যায়, এপ্লিকেশন হাইড হয়ে যায়, একাউন্ট সাসপেন্ড হয়ে যায় ইত্যাদি।
ওডেস্কই সব নয়, দুনিয়ার সব ফ্রিল্যান্সিং সাইটে বাংলার মানুষের অবস্থা অন্যরকম। এ নিয়ে হয়েছে শত শত পোস্ট আর oDesk Help গ্রুপ কিংবা এমন সব গ্রুপের চেহারা এখন খুবই আলাদা।
ওডেস্ক সম্পর্কে কিছু জানতে চাইলে বাংলা নয়, ইংরেজি পড়ে জানতে হবে। বাংলা পড়ে ওডেস্ক জানা যায় না। ওডেস্ক শেখা যায় না, কারণ, ওডেস্ক কোন কাজের নাম না। যার মধ্যে এই সেন্স নাই, সে মাটি কেটে টাকা আয় করুন।
:) কারণ, সেই ওডেস্ক আর এই ওডেস্কের মধ্যে অনেক তফাৎ আছে।
=====
EDIT: November 2014
৩ বছর আগে এই পোস্টে আমি ওডেস্কের একাউন্ট ভেরিফিকেশন নিয়ে কথা লিখেছিলাম, ব্যাপারটা তখন কোন ইস্যুই ছিলো না, আমি ইস্যুটা তৈরি করেছিলাম oDesk এর TOS দেখে। আমি লাইভ চ্যাটে সিলভিয়া নামে একজন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে জানতে চাই,
ডায়াল আপ নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করা যাবে কিনা, ডায়াল আপে একই আইপি অনেকজন ব্যবহার করে। উত্তর ছিলো, ব্যবহার করা যাবে।
বয়স ১৮ বছর না হলে ভেরিফিকেশন করবো কিভাবে? কাজ করতে পারবো কিনা? উনার জবাব ছিলো, বয়স ১৮ হতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে।
তখন একাউন্ট ভেরিফিকেশনের অতটা দরকার ছিলো না (FAQ এ ঝাপসাভাবে ছিলো), কিন্তু ১৮ বছরের নিচে কাজ করাও কড়াভাবে নিষেধ ছিলো।
কেউবা কমেন্ট করেছিলেন এই পোস্ট ড্রাফ্ট করা দরকার, আজকের ওডেস্ক দেখুন, আসলে একটু চোখ কান খোলা রাখলে অনেক বিপত্তি এড়ানো যায়। যাই করুন না কেন, সবসময় TOS এর সাথে আপডেটেড থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।

 
Top