"OPPO" স্মার্ট ফোনের জন্ম ২০০৮ সালে। "OPPO" ২০১৪ সালে তাদের ফ্লাগশিপ ফোন "OPPO Find 7" বাজারে ছারে এবং অভাবনীয় সারা পায়। এর পরপরেই "OPPO Find 7 a" বাজারে আসে এবং এটিও অভাবনীয় সারা পায়। সাতটি স্মার্টফোন নিয়ে "OPPO" এর যাত্রা শুরু।এটি এখন পর্যন্ত নর্থ আমেরিকা, এশিয়া এবং ইউরোপে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে।
সেপ্টেম্বার ২০১৪ তে বাংলাদেশে আসে "OPPO" স্মার্টফোন ।
N1 mini
চলুন দেখা যাক "OPPO Smart Phone" গুলো
Oppo Find 7
Dimension :
Oppo Find 7 a
N1 mini
এটির ভিন্ন রকম ফিচার্ড হচ্ছে Rotating Camera. যেটা কিনা এখন পর্যন্ত অন্য কনো স্মার্টফোনে দেখা যায়নি।
OPPO R1k
OPPO Neo 3
OPPO Joy
OPPO Yoyo
আপাতত এই হল "OPPO" এর প্রডাক্ট। Function & Specification গুলো অন্য কোনদিন আশা করি আপনাদের জানাতে পারব।
সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে এই স্মার্টফোন গুলি।
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।