তো জেনে নেয়া যাক কি কি থাকছে এই ফোনে
মাইক্রোসফট লুমিয়া ৫৩৫
- 5-inch IPS LCD (960 x 540)
- 1.2 GHz quad-core processor Qualcomm Snapdragon 200
- 1 GB RAM
- 5 MP rear camera
- 5 MP front-facing camera
- 8 GB storage
- MicroSD card support (Up to 128 GB)
- 1905 mAh battery
এছাড়াও ফোনটি ডুয়েল সিম ও সিঙ্গেল সিম দুইটি ভার্সনে পাওয়া যাবে। ফলে যাদের ডুয়েল সিম দরকার সেই তাদের জন্য ভালই হয়েছে। আর দারুন এই ফোনটি ফোনটি পাওয়া যাবে কমলা, কালো, ধূসর, সবুজ, সাদা ও আকাশি রং এ।
আরেকটি সুসংবাদ হল ফোনটি সর্বপ্রথম চায়না, হংকং আর বাংলাদেশে সর্বপ্রথম রিলিজ হবে ফোনটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ১১০ ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫০০ টাকা। সদ্য রিলিজ হওয়া এই ফোনটি হয়ত কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যেকোন মাইক্রোসফট স্টোর (নোকিয়া স্টোর) থেকে পাওয়া যাবে।
ফোনটি সমন্ধে বিস্তারিত কনফিগারেশন পাওয়া যাবে মাইক্রোসফট এর ওয়েবসাইটে
তো আপনার কি মতামত মাইক্রোসফট লুমিয়ার এই প্রথম ফোনটি সমন্ধে? জানান মন্তব্যে
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।