
কিভাবে আপনার মোবাইলে স্ক্রীনশর্ট নিবেন !
আমি
এই টিপসটি আমার ক্যানভাস ৪.২.২ ভার্সন পরীক্ষা করেছি নিচে দুইটি নিয়মে
স্ক্রীনশর্ট নিতে পারবেন যার যেটাতে কাজ হবে সেটাই ব্যবহার করবেন ।
পদ্ধতি – ১
- প্রথমে আপনার মোবাইল চালু করুন ।
- এবার আপনি যে স্থানের স্ক্রীনশর্ট নিতে চান সেখানে যান ।
উপরে নিয়ম অনুসারে স্ক্রীনশর্ট নিতে পারবেন আপনার মোবাইলে যদি উপরের নিয়ম অনুসারে কাজ না হয় তাহলে আপনি নিচের টিপস দেখুন ।
পদ্ধতি – ২
- প্রথমে আপনার মোবাইল চালু করুন ।
- এবার আপনি যে স্থানের স্ক্রীনশর্ট নিতে চান সেখানে যান ।
- এবার আপনার মোবাইল এর Power বাটন এবং Home বাটন এক সঙ্গে চাপুন ।
হয়েগেল
তবে একটা কথা এটা শুধু মাত্র এনড্রয়েড ৪ এবং তার উপরের ভার্সন এর জন্য
উপযোগী এর নিচের ভার্সনে কিভাবে স্ক্রীন নিতে হয় সেটা আমার যানা থাকলেও
আমি পরীক্ষা করিনি আপনি অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন ।
তাহলে
আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে এই রকম নতুন কিছু নিয়ে । পোস্টটি ভাল
ও কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । কোন সমস্যা না প্রশ্ন
থাকলে নিচে কমেন্ট করুন ।
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।