50 লাক্ষ জি-মেইল আইডি হ্যাক করল করে দেখাল রাশিয়া র একদল হ্যাকার। গত বৃহস্পতিবারে প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ার কয়েকজন হ্যাকার ৫০ লাখ জিমেইল আইডি হ্যাক করেছে। শুধু হ্যাক করেই ক্ষান্ত থকলে মনে হয় ভাল হত কিন্তু তারা তা করে নি। তারা আইডিগুলোর ইউজার নেম ও পাসওয়ার্ডও প্রকাশ করেছে। এর ফলে গোপনীয়তা হোমকির মুখে পরেছে কোটি কোটি জিমেইল ব্যবহারকারী। যদিও গুগলের দাবি হ্যাক হওয়া আইডিগুলোর মধ্যে মাত্র ২ শতাংশ সক্রিয় রয়েছে। আর বাকীগুলো হ্যাকার কবল থেকে  মুক্ত করেছে গুগল।কিন্তু তারপরেও বাকী যে অ্যাকাউন্টগুলো হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি, সেগুলোর মধ্যে নিজের অ্যাকাউন্টটি রয়েছে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন? আরে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি জীবন চলে নাকি। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন ঘুরে আসি নিচের এই লিংক থেকে
লিংক এর জন্য এখানে যান
এবার আপনি যাচাই করে নিন যে, আপনার নিজের জিমেইল অ্যাকাউন্টটি নিরাপদ আছে কি না ।আর এর থেকেও ভালো হয়, আজই আপনার জিমেইল অ্যাকাউন্টটির পুরনো পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন একটি পাসওয়ার্ড ব্যবহার করা। আর সবচেয়ে নিরাপদ হলো জিমেইলের টু-স্টেপ ভেরিকেশন পদ্ধতি ব্যবহার। এটা ব্যবহার করলে জিমেইলে প্রত্যেকবার লগিন করার ক্ষেত্রে ফোন ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। ফলে আর হ্যাকিংয়ের শঙ্কা থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, উক্ত লেখনীটি পঠন করার পরে দয়া করে আপনার একটি মূল্যবান মন্তব্য প্রকাশ করুন। আপনার একটি মন্তব্য একজন লেখক কে অবশ্যই আরো ভালো কিছু লেখার জন্য অনুপ্রেরণা দেয়। লেখনী/পোস্টে অনেক ভুল থাকতে পারে। কিন্তু আশা করি উক্ত ভুল গুলোকে আপনি ক্ষমার চোখে দেখবেন। দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাহা দ্বারা লেখকের মন আঘাতপ্রাপ্ত হয়।

 
Top